গোড়ার মসজিদ, যশোর, ছবিঃ আবিদ ফাহিম

August 9, 2020 - 11:41 PM

মুঘল আমলে মসজিদটি হোসেন শাহ বা তার পুত্র নসরত শাহ-এর শাসনামলে তৈরি। এখানে মসজিদের পাশে একটি কবর আবিষ্কৃত হয়। কিংবদন্তি থেকে জানা যায়, গোরাই নামের এক সুফি এই মসজিদে বসবাস করতেন এবং কবরটিকে তারই মাজার হিসেবে ধরা হয়। আর এই সুফি সাধক গোরাই-এর নাম অনুসারেই এই মসজিদটির নামকরণ করা হয়।