১৬ অক্টোবর পর্যন্ত আন্দোলন স্থগিত

সিলেট : সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসকে চাপাতি দিয়ে কোপানোর ঘটনার প্রতিবাদে সংঘটিত আন্দোলন আগামী ১৬ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে এমন তথ্য জানিয়েছেন আন্দোলনের মুখপাত্র ও সিলেট সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ফজিলাতুন্নেসা।

তিনি জানান, হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব পূজার কারণে ১৬ অক্টোবর পর্যন্ত আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে খাদিজাকে কোপানোর মামলা দ্রুত বিচার আদালতে স্থানান্তর করা না হলে পরবর্তীতে নতুন কর্মসূচি দেওয়া হবে।

প্রসঙ্গত, গত সোমবার বিকেলে সিলেট এমসি কলেজের পুকুর পাড়ে চাপাতি দিয়ে কুপিয়ে খাদিজাকে গুরুতর আহত করে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বদরুল আলম। খাদিজা বর্তমানে ঢাকার স্কয়ার হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় আছেন। বদরুল শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক।