হোম আইসোলেশনে বিজেপি সাংসদ সানি দেওল

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনেই রয়েছেন বিজেপি সাংসদ সানি দেওল। গতকাল অর্থাৎ মঙ্গলবারই সানির করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্য এনেছিলেন হিমাচল প্রদেশের স্বাস্থ্যসচিব। এরপর বুধবার সকালে অভিনেতা তথা সাংসদ নিজেই নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে জানান যে তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে।

করোনায় আক্রান্ত হলেও তাঁর কোনও উপসর্গ নেই বলেই জানা গিয়েছে। সুস্থ রয়েছেন বলেও অনুরাগীদের আশ্বস্ত করেছেন সানি। এছাড়া, গত কয়েক দিনে যে বা যাঁরা, তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁরা প্রত্যেকেই যেন আইসোলেশনে থাকেন, সেই পরামর্শও দিয়েছেন সাংসদ-অভিনেতা।

বুধবার সকালের টুইটে সানি লিখেছেন, ‘করোনা ভাইরাস পরীক্ষা করেছিলাম। রিপোর্ট পজিটিভ এসেছে। সম্প্রতি আমার সংস্পর্শে যারা এসেছিলেন তাদের অনুরোধ করছি আইসোলেশনে থাকার এবং পরীক্ষা করানোর। ’

পাঞ্জাবের গুরুদাসপুরের এই সংসদ সদস্য গত কয়েকদিন ধরে হিমাচল প্রদেশের মানালির কাছে বন্ধুদের সঙ্গে একটি ফার্মহাউসে ছিলেন। সেখান থেকে তারা মুম্বাই ফেরার পরিকল্পনা করেন। ফেরার আগে করা করোনা টেস্টেই রিপোর্ট পজিটিভ এলো।

কিছুদিন আগে মুম্বাইয়ের হাসপাতালে কাঁধে অস্ত্রোপচার হয়েছিল ৬৪ বছরের এই অভিনেতার। তার পর মানালিতে বিশ্রাম নিচ্ছিলেন তিনি। সেখানেই করোনা আক্রান্ত হন সানি।