প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বান কি মুনের ফোনালাপ

ঢাকায় সিভিএফের সম্মেলন ২০২১

মুজিববর্ষ উপলক্ষে ‘ক্লাইমেট ভালনারেবল ফোরাম’-সিভিএফের সম্মেলন ২০২১ সালে অনুষ্ঠিত হবে ঢাকায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোনে এ কথা জানিয়েছেন ফোরামের প্রেসিডেন্ট জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন।

প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, মঙ্গলবার সন্ধ্যায় শেখ হাসিনা ও বান কি মুন অন্তত ১২ মিনিট টেলিফোনে কথা বলেন। এ সময় সিভিএফের আসন্ন সম্মেলনে প্রধানমন্ত্রীকে উদ্বোধক হিসেবে আমন্ত্রণ জানান মুন।

সম্প্রতি মহামারি করোনা ও ঘূর্ণিঝড় আম্পান মোকাবিলায় শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন জাতিসংঘের এ সাবেক প্রধান। সংলাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মুনকে ধন্যবাদ জানান। বৈশ্বিক উষ্ণতার শিকার বিশ্বের ৪৮টি দেশের সমন্বিত প্রয়াসই ক্লাইমেট ভালনারেবল ফোরাম বা সিভিএফ।