দক্ষিণ

করোনা মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে দক্ষিণ কোরিয়া

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত

ঢাকায় আসার পর যথাযথভাবে ১৪ দিন সেল্ফ কোয়ারেন্টিন শেষে পরিচয়পত্র পেশ করলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কেয়ান।

বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পরিচয়পত্র পেশ করেন তিনি।

ঢাকাস্থ দক্ষিণ কোরিয়ার দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কেয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব প্রটোকল আমানুল হকের কাছে পরিচয়পত্র পেশ করেছেন।

এ সময় তিনি বাংলাদেশ-কোরিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে আশা প্রকাশ করেন। করোনা ভাইরাস চ্যালেঞ্জ মোকাবিলায় কোরিয়া বাংলাদেশের পাশে থাকবে বলে জানান তিনি।

গত ৬ জুলাই লি জ্যাং কেয়ান বাংলাদেশে কোরিয়ার রাষ্ট্রদূত হিসেবে যোগ দেন।