সিনহা হত্যা মামলার প্রধান আসামি ওসি প্রদীপ

৮ লাখ টাকা না পেয়ে দুই ভাইকে ক্রসফায়ারে দেওয়ার অভিযোগ

সিনহা হত্যা মামলার প্রধান আসামি প্রদীপের বিরুদ্ধে আবারো ক্রসফায়ারের নাটক সাজিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে। ৮ লাখ টাকা না দেয়ায় হত্যা করা হয় চট্টগ্রামের চন্দনাইশের দুই ভাইকে। পরিবারের দাবি এ ঘটনায় জড়িত ছিলো চন্দনাইশ থানার পুলিশও। বড় ভাই ফারুকের ছোট্ট মেয়ে আইবির সামনের অনিশ্চিত ভবিষ্যৎ। তার আকুতি বাবা-চাচা হত্যার বিচার যেন হয়।

গত ১৩ জুলাই মুঠোফোনে ছোট ভাই আজাদকে ডেকে নিয়ে যায় পুলিশ। ১৪ তারিখ বিজিসি ট্রাস্টের সামনে থেকে নিয়ে যায় বড় ভাইকেও। সিটিটিভির ফুটেজে দেখা যায় বড় ভাই ফারুককে লালশার্ট পরা চন্দনাইশ থানার এসআই আরিফ তুলে নিয়ে যাচ্ছেন। সাথে ছিলেন ওসি তদন্ত মজনুসহ ৫ থেকে ৬ জন।

তাদের তুলে দেয়া হয় সাবেক ওসি প্রদীপের হাতে। পরে ৮ লাখ টাকা দাবি করেন টেকনাফ থানার পুলিশ। টাকা না দেয়ায় ১৬ জুলাই পরিবার জানতে পারে টেকনাফে দুই ভাই নিহত হয়েছেন।

বিচার বহির্ভূত এমন ক্রসফায়ার সমর্থন করেন না বলে জানান স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, শুনেছি দুজন ছেলে ইয়াবা ব্যবসায় জড়িত ছিল। ক্রসফায়ার করা হইছে। ক্রসফায়ার সমর্থন করি না।

গত ৬ বছর ধরে থাকা বাহরাইন প্রবাসী আজাদ দেশে আসেন গত রমজানে। আর ফারুক পেয়ারা ব্যবসায়ী।