৭ মে অস্ট্রেলিয়ার নাগরিকদের জন্য বিশেষ ফ্লাইট

বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশে অবস্থানরত অস্ট্রেলিয়ার নাগরিকদের জন্য দ্বিতীয় দফায় আরও একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে।

আগামী ৭ মে এ বিশেষ ফ্লাইট ঢাকা থেকে ছাড়বে।

সোমবার (২৭ এপ্রিল) ঢাকার অস্ট্রেলিয়ার হাইকমিশন এ তথ্য জানিয়েছে।

অস্ট্রেলিয়ার প্রায় ৩০০ নাগরিক দ্বিতীয় দফায় ঢাকা ছাড়ার জন্য নিবন্ধন করেছেন। তাদের জন্য এ বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে।

এর আগে প্রথম দফায় গত ১৬ এপ্রিল ২৯০ জন অস্ট্রেলিয়ার নাগরিক বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়েন। তখন তারা শ্রীলঙ্কান এয়ারে ঢাকা ছেড়েছিলেন। এবারও শ্রীলঙ্কান এয়ারে অস্ট্রেলিয়ার নাগরিকরা ঢাকা ছাড়বেন।বাংলাদেশে অবস্থানরত অস্ট্রেলিয়ার নাগরিকদের জন্য দ্বিতীয় দফায় আরও একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। আগামী ৭ মে এ বিশেষ ফ্লাইট ঢাকা থেকে ছাড়বে।

সোমবার (২৭ এপ্রিল) ঢাকার অস্ট্রেলিয়ার হাইকমিশন এ তথ্য জানিয়েছে।

অস্ট্রেলিয়ার প্রায় ৩০০ নাগরিক দ্বিতীয় দফায় ঢাকা ছাড়ার জন্য নিবন্ধন করেছেন। তাদের জন্য এ বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে।

এর আগে প্রথম দফায় গত ১৬ এপ্রিল ২৯০ জন অস্ট্রেলিয়ার নাগরিক বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়েন। তখন তারা শ্রীলঙ্কান এয়ারে ঢাকা ছেড়েছিলেন। এবারও শ্রীলঙ্কান এয়ারে অস্ট্রেলিয়ার নাগরিকরা ঢাকা ছাড়বেন।