‘৭১ এর ঘাতক জামায়াত শিবির নতুন অধ্যায় নিয়ে মাঠে নেমেছে’

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও বাগেরহাট চার আসনের সংসদ সদস্য আমিরুল আলম মিলন বলেছেন, ৭১ এর ঘাতক জামায়াত শিবির নতুন অধ্যায় নিয়ে মাঠে নেমেছে, জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করা যাবে না, ওঠা কি মূর্তি। তারা জানে না, ভাস্কর্য ও মূর্তি এক জিনিস নয়।

শনিবার (৫ ডিসেম্বর) বিকেলে মোরেলগঞ্জ উপজেলার বনগ্রাম ইউনিয়ন পরিষদের আয়োজনে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের মা রাজিয়া নাসেরের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, ৭১, ৫২ ও ৭৫ এর ঘাতকদেরকে রুখতে হবে যে কোনো বিনিময়ে। তাহলে জাতির জনকের আত্মা শান্তি পাবে। তাই সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিপন দাসের সভাপতিত্বে স্মরণসভায় বাগেরহাট জেলা আওয়ামী লীগ নেতা ও মোরেলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ-ই আলম বাচ্চু, মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধার সম্পাদক এমদাদুল হক, জেলা আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট মিলন কুমার ব্যানার্জি প্রমুখ উপস্থিত ছিলেন।