৬ গার্মেন্টস শ্রমিক নেতাকে হয়রানি বন্ধের দাবি

নিজস্ব প্রতিবেদক : জাতীয় গার্মেন্টস শ্রমিক নেতা আমিরুল হক আমিনসহ ৬ শ্রমিক নেতাকে হয়রানি বন্ধের দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশে এ দাবি জানায় সংগঠনটি।

সমাবেশে শ্রমিক নেতারা বলেন, যে মুহূর্তে গার্মেন্টস শ্রমিকদের মজুরি বাড়ানো জরুরি হয়ে দাঁড়িয়েছে, সেই মুহূর্তে সরকার ও মালিকপক্ষ গ্রেপ্তার, দমন-পীড়ন, হামলা-মামলা, ট্রেড ইউনিয়ন কার্যালয় বন্ধ, ইউনিয়নের কার্যকলাপে বাধা দিচ্ছে। শ্রমিক নেতাদের হয়রানির অপচেষ্টার মাধ্যমে গার্মেন্টস সেক্টরে মজুরি বৃদ্ধি এবং ট্রেড ইউনিয়নের কার্যক্রম বন্ধের অপচেষ্টা করছে।

গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তি, সব মামলা প্রত্যাহার, চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্বহাল, কারখানা ইউনিয়নের কার্যকলাপে সব বাধা অপসারণ, সব ফেডারেশনের শাখা অফিসসমূহ খুলে দেওয়া এবং শ্রমিকদের মজুরি বৃদ্ধির উদ্যোগ গ্রহণসহ ১০ দফা দাবি জানান বক্তারা।

সংগঠনের সিনিয়র সহসভাপতি ফারুক খানের সভাপতিত্বে সমাবেশে ছিলেন- স্কপ এর নেতা এবং এনসিসিডাব্লিউর মহাসচিব ডা. ওয়াজেদুল ইসলাম খান, ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিলের মহাসচিব কুতুবউদ্দিন আহমেদ, সহসভাপতি তৌহিদুর রহমান, সালাউদ্দিন স্বপন আলেয়া বেগম প্রমুখ।

সমাবেশ শেষে প্রেসক্লাবের সামনে থেকে লাল পতাকা মিছিল করে। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে তোপখানা রোডে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।