৪৫ মিনিটে করোনা পরীক্ষা ‘বিডি ভেরিটর প্লাস’ যন্ত্রটিতে

corona-test

যন্ত্রটি আকারে একটি স্মার্টফোনের মতোই। এটির সাহায্যে মাত্র ৩০ থেকে ৪৫ মিনিটের মধ্যেই করোনা পরীক্ষা এর ফলাফল জানা যাবে। চীনে কর্মরত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ‘বিডি ভেরিটর প্লাস’ নামের যন্ত্রটি আবিষ্কার করেছেন।
বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, করোনা পরীক্ষার জন্য সস্তায় হাতের মুঠোর চেয়েও ছোট পোর্টেবল যন্ত্র তৈরি করেছেন অক্সফোর্ডের বিজ্ঞানীরা। ২ ইঞ্চির চেয়ে সামান্য লম্বা এই যন্ত্রটি তৈরি করেছেন চীনে কর্মরত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক।

বিজ্ঞানীদের দাবি, তাদের তৈরি যন্ত্রটি ল্যাম্প প্রযুক্তি নির্ভর। এই প্রযুক্তি কাজে লাগিয়েই বর্তমানে বিশ্বের বিভিন্ন পরীক্ষাগারে দ্রুত নানা ধরনের পরীক্ষার ফলাফল জানানো হয়। এখানেও আর টি -ল্যাম্প প্রযুক্তির সাহায্যে ভাইরাল আরএনএ পরীক্ষা পদ্ধতির সরলীকরণ করা হয়েছে।

যন্ত্রটির সাহায্যে নাক থেকে শ্লেষ্মা সংগ্রহ করে অ্যান্টিজেন পরীক্ষার মাধ্যমে অল্প সময়ের মধ্যেই করোনা পরীক্ষার ফলাফল নির্ভুল ভাবে জানিয়ে দেয়া সম্ভব বলে দাবি বিজ্ঞানীদের। সম্প্রতি মার্কিন সংস্থা বিডি -র তৈরি এমনই একটি পোর্টেবল যন্ত্রকে করোনা পরীক্ষার ক্ষেত্রে অনুমোদন দিয়েছে এফডিএ।