২ লাখ কৃষককে মোট ৩৩ কোটি টাকা প্রণোদনা

সচিবালয় প্রতিবেদক : কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, চলতি মৌসুমে দেশের ৬৪ জেলার ২ লাখ ২৫ হাজার ৯০০ কৃষককে মোট ৩২ কোটি ৯০ লাখ ১৬ হাজার ৪৬০ টাকা কৃষি প্রণোদনা দেবে সরকার। এক সপ্তাহ পর থেকে এই টাকা বিতরণ করা হবে।

বুধবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, ‘বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বৈরী প্রভাবের ফলে ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকার প্রণোদনা দিয়ে সহযোগিতা করছে। কৃষকের বিপদে পাশে দাঁড়িয়েছে।’

মন্ত্রী বলেন, ‘২০১৭-১৮ মৌসুমে ৫১ জেলায় উফশী আউশ ধানের উৎপাদন বাড়াতে এ খাতে ২৭ কোটি ১০ লাখ টাকা, ৪০ জেলায় নেরিকা আউশ ধান উৎপাদনের জন্য ৩ কোটি ৯০ লাখ টাকা কৃষকদের প্রণোদনা সহায়তা দেওয়া হবে। কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সরবরাহ করা হবে। তা ছাড়া, ৬৪ জেলায় কুমড়া জাতীয় সবজির পোকা দমনে এবং সাতটি জেলায় পাট ও একটি জেলায় আখ ফসলের উৎপাদন বাড়াতে কৃষি উপকরণ সহায়তা বাবদ ১ কোটি ৯০ লাখ ১৬ হাজার ৪৬০ টাকা প্রণোদনা দেওয়া হচ্ছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কৃষিসচিব মঈনুদ্দীন আব্দুল্লাহ, অতিরিক্ত সচিব মোশাররফ হোসেন, আবুল বশর ও সেলিনা আহমেদ প্রমুখ।