২৭৮ রানের লক্ষ্যে ব্যাট করছে ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশের জন্য পয়মন্ত ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম কখনো নিরাশ করেনি টাইগারদের। আজও করেনি।

টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৭৭ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করেছে।

২৭৮ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করছে ইংল্যান্ড।

এই মাঠে দুই শতাধিক রান তাড়া করে জয়ের রেকর্ড আছে মাত্র দুটি। তবে ২৭৭ রান তাড়া করে কোনো জয়ের রেকর্ড নেই। দেখার বিষয় ইংল্যান্ড এই রান তাড়া করে জয় পায় কিনা। তবে ২৭৭ রান কিন্তু বাংলাদেশের জয়ের পক্ষেই কথা বলছে।

বাংলাদেশের ইনিংসে ব্যাট হাতে সবচেয়ে বড় অবদান রেখেছেন মুশফিকুর রহিম। তিনি ৬২ বলে ৪টি চার ও ১ ছক্কায় অপরাজিত ৬৭ রানের মহামূল্যবান ইনিংস খেলেন। ৪টি চার ও ১ ছক্কায় ৫৮ বলে ৪৬ রান করেন ইমরুল কায়েস।

৫টি চারের সাহায্যে সাব্বির রহমান করেন ৪৯ রান। আর সমসংখ্যক চারের মারে ৪৫ রান করেন তামিম ইকবাল। মোসাদ্দেক হোসেন সৈকত ৩৯ বলে ৪টি চারের সাহায্যে ৩৮ রানে অপরাজিত থাকেন। তিনি সপ্তম উইকেট জুটিতে মুশফিককে যোগ্য সঙ্গ দেন।

বল হাতে ইংল্যান্ডের আদিল রশিদ ৪টি উইকেট নিয়েছেন। ১টি করে উইকেট শিকার করেছেন বেন স্টোকস ও মঈন আলী।