২০ বছর কোচিং করাবো নাঃ জিনেদিন জিদান

জিনেদিন জিদান

রিয়াল মাদ্রিদ বস জিনেদিন জিদান শনিবার দলটির প্রি-ম্যাচ প্রেস কনফারেন্সে মজার এক তথ্য দিয়েছেন। বলেছেন দুই দশক সময় পর্যন্ত কোচিং করাবেন না তিনি। এই পেশায় আসলে দীর্ঘদিন থাকার ইচ্ছে নেই তার। এর কারণ হিসেবে ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান বলেছেন, কোচিং বড়ই ক্লান্তিকর পেশা।

বিশ্বকাপ জয়সহ ফটবল ক্যারিয়ারে প্রায় সবই অর্জন করেছেন জিদান। রিয়াল মাদ্রিদের কোচ হিসেবেও নিজেকে এরই মধ্যে নিয়ে গেছেন অন্য উচ্চতায়।

সেই জিদান কোচিং ক্যারিয়ার নিয়ে বলতে গিয়ে এভাবে বললেন, ‘কোচের চেয়ে ফুটবলার হিসেবে আমি বেশি ভালো ছিলাম। তবে আমি যেটা করছি সেটা নিয়ে খুশি। আমার কাছে দুই কাজ একই রকম।’

দীর্ঘ সময় কোচিং পেশায় থাকবেন না উল্লেখ করে জিদান বলেন, ‘আমি ২০ বছর ধরে কোচিং করাবো না। আমি জানি না আমি কতোদিন কোচ থাকব। আমি কোনো কিছু নিয়েই পরিকল্পনা করি না। দিনের পর দিন যা হচ্ছে সেটা আমাকে উৎসাহিত করে। এরপর আমি অন্যকিছু করবো।’

‘আমি সবসময় একজন ফুটবলার এই ভাবনাটাই আমার মাথায় থাকে। আমি ১৮-১৯ বছর খেলেছি এবং যখন আমাকে জিজ্ঞেস করা হতো, আমি কোচ হব কিনা, বলতাম না। শেষ পর্যন্ত আমি কোচ হলাম। কিন্তু এই পেশায় ধীরে ধীরে আগ্রহ কেড়ে নেয়।’- বলেন জিদান।

রিয়ালে কোচিং করানো প্রসঙ্গে বলেন, ‘এই ক্লাবে আসতে পেরে এবং কোচ হতে পেরে আমি ভাগ্যবান। যদিও আমি ভাগ্য শব্দটা খুব বেশি পছন্দ করি না। কেননা জীবনে প্রতিষ্ঠিত হতে হলে আপনাকে নিজের ওপর বিশ্বাস করতে হবে এবং উপভোগ করতে হবে। এর বাইরে আমি কিছু পাত্তা দেই না।’

২০০৪ সালে ফোর্বস ম্যাগাজিন জিদানকে বিশ্বের ৪২তম সর্বোচ্চ সম্মানীপ্রাপ্ত খেলোয়াড় হিসেবে ঘোষণা করে যার বাৎসরিক আয় হলো $১.৫ মিলিয়ন মার্কিন ডলার। ২০০১ সালে জিদান ইউএনডিপি’র “দারিদ্রের বিরুদ্ধে যুদ্ধ” বিষয়ক কর্মসূচির জন্য জাতিসংঘের শুভেচ্ছা দূত হিসেবে নিযুক্ত হন। ২০০০ সাল থেকে জিদান নিয়মিতভাবে দৈনিক পত্রিকার ভোটে অন্যতম জনপ্রিয় ফরাসি ব্যক্তিত্ব হিসেবে নির্বাচিত হয়ে আসছেন।