২০ জনের পুলে জায়গা পেয়েছেন ইমরুল

আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের জন্য ২০ জনের পুলে জায়গা পেয়েছেন ইমরুল কায়েস।

 

সীমিত পরিসরে তার জায়গা হবে কি না, সেটি সময়ই বলে দেবে। তবে টেস্টে যে তিনি তামিম ইকবালের সঙ্গী হবেন, সেটি একরকম নিশ্চিত। কিন্তু বাঁহাতি এই ওপেনার জাতীয় দলের হয়ে তিন ফরম্যাটেই খেলতে চান।

 

বুধবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সে কথাই জানালেন ইমরুল, ‘আমি বিশ্বাস করি না যে আমি শুধুই একজন টেস্ট ক্রিকেটার। আমার বিশ্বাস টেস্টের পাশাপাশি ওয়ানডে ও টি-টোয়েন্টিতেও সমান পারদর্শী। আমার নতুন করে প্রমাণের কিছু নেই। বিগত দিনগুলোতে আমি ওয়ানডেতে ভালো পারফর্ম করেছি। টি -টোয়েন্টিতেও তেমনই ছিলাম। বিপিএলেও আমি ভালো খেলেছি টেস্টে তো খেলছিই। আমি মনে করি এখন আমি সব ফরম্যাটের জন্যই ফিট।’

 

সীমিত পরিসরে আফগানিস্তানের বিপক্ষে সুযোগের অপেক্ষায় ইমরুল। সাফ জানালেন সুযোগ পেলে নিজের সেরা ক্রিকেটটাই উপহার দেবেন, ‘আন্তর্জাতিক ক্যারিয়ারে যখন আপনার ব্রেক আসবে সেখান থেকে ফিরে আসাটা কঠিন। দলের সাথে মানিয়ে নেওয়াটাও কঠিন হয়ে দাঁড়ায়।  ধারাবাহিকভাবে খেলে গেলে এখানে কোনো সমস্যা হয় না। পথটা অনেক মসৃণ হয়। আফগান সিরিজে আমার ফোকাস ভালো পারফর্ম করা এবং দলের জন্য কিছু একটা করা, যেটা করলে দল উপকৃত হবে।’

 

প্রতিপক্ষ আফগানিস্তানকে হালকাভাবে নিচ্ছেন না ইমরুল, ‘এশিয়ার মধ্যে এখন ওরা ভালো দল। বেশ উন্নতি করেছে। তবে আমরা যদি ভালো ক্রিকেট খেলি তাহলে ওদের বিপক্ষে জিততে সমস্যা হবে না। ইংল্যান্ডের আগে আফগানিস্তানকে পাচ্ছি, এটা আমাদের জন্যই ভালো।’

 

গত বছর বাংলাদেশ ঘরের মাঠে চারটি ওয়ানডে সিরিজ খেললেও বছরের শেষ দিকে জিম্বাবুয়ের বিপক্ষে খেলার সুযোগ পেয়েছিলেন ইমরুল। দুটি ম্যাচে ইমরুলের রান ছিল ৭৬ ও ৭৩। এবার ওয়ানডে ফরম্যাটের শুরুতে আবারও জাতীয় দলের জার্সিতে ইমরুল মাঠ মাতাতে পারবেন, এমনটাই প্রত্যাশা করছেন।