১ সেপ্টেম্বর খুলেছে রাঙামাটির পর্যটন কেন্দ্র

১ সেপ্টেম্বর খুলেছে রাঙামাটির পর্যটন কেন্দ্র

দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর আগামী ১ সেপ্টেম্বর থেকে খুলে দেয়া হচ্ছে রাঙামাটির পর্যটন কেন্দ্র সাজেক। বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় এ বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার আহসান হাবিব (জিতু)।

তিনি জানান, পর্যটন কেন্দ্র খুলে দেয়ার ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ে নির্দেশনা মোতাবেক রিসোর্ট মালিকদের সাথে আলোচনা করে ১ সেপ্টেম্বর রাঙামাটির সাজেক পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। একই সাথে আগত পর্যটকদের স্বাস্থ্য বিধি মেনে চলাচলেরও অনুরোধ জানান তিনি।

‘অবকাশ’ রিসোর্টের মালিক লালমিং ময়া বলেন, দেশের সব পর্যটন কেন্দ্র খুলে দিলেও সাজেক পর্যটন কেন্দ্র বন্ধ ছিল। খুলে দেয়ার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই।

দীর্ঘদিন বিশ্ব মহামারীর কারণে পর্যটন কেন্দ্রগুলো বন্ধ থাকায় আর্থিক ক্ষতির মুখে রিসোর্ট মালিকরা। খুলে দেওয়ার ফলে ক্ষতি কিছুটা পুষিয়ে নেয়া সম্ভব বলে মনে করেন এই ব্যবসায়ী। মাস্ক ছাড়া কোন পর্যটককে আমরা রুম ভাড়া দিব না।