১৫ই আগস্ট নিয়ে আপত্তিকর মন্তব্য মাউশির এক পরিচালক ওএসডি

নিজস্ব প্রতিবেদকঃ ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা এবং ২১ আগস্ট গ্রেনেড হামলা নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ ওঠার পর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বৃহস্পতিবার (২২ আগস্ট) জাহাঙ্গীর হোসেনকে ওএসডি করে আদেশ জারি করে।

পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়।

অভিযোগ রয়েছে, বুধবার (২১ আগস্ট) রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে পঁচাত্তরের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা এবং ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলাকে ‘দুর্ঘটনা’ হিসেবে উল্লেখ করেন জাহাঙ্গীর। তাৎক্ষণিকভাবে অনুষ্ঠানের আয়োজকরা তার বক্তব্যের প্রতিবাদ জানান।

রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন থাকা জাহাঙ্গীরের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে।