১২ কোটি টাকার ভার্চুয়াল কনসার্টের ৫০ লাখ দর্শক

মার্কিন সাময়িকী রোলিংস্টোনের খবর, করোনার মধ্যে সংগীত আয়োজনের জন্য এমন ভার্চুয়াল কনসার্টের উদ্যোগ নিয়েছিল ডুয়া লিপার ম্যানেজমেন্ট কোম্পানি ট্যাপ মিউজিক। পাঁচ মাস ধরে এই আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছিল এবং আয়োজনে খরচ হয়েছে ১.৫ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশের মুদ্রায় প্রায় ১২ কোটি ৬০ লাখ টাকা। গেল ২৭ নভেম্বর এই ভার্চুয়াল কনসার্টের আয়োজন করা হয়। ভার্চুয়াল কনসার্টের ইতিহাসে এটি প্রথম ৫ মিলিয়ন (৫০ লাখ) দর্শক উপভোগ করেছেন বলে দাবি আয়োজক প্রতিষ্ঠানের।

এই কনসার্ট শুরুর আগেই দুই লাখ ৬৪ হাজার থেকে দুই লাখ ৮৪ হাজার টিকেট বিক্রি হয়ে গিয়েছিল। আর প্রযুক্তি প্ল্যাটফর্ম লাইভ-নাউ লাইভ এই কনসার্টটি রেকর্ড করা অনুষ্ঠান হিসেবে দেখানোর জন্য টিকেট বিক্রি করছে। ফলে এই আয়োজনের দর্শক আরো বাড়বে বলে ধারণা করা যাচ্ছে।

ডুয়া লিপা মাত্র ১৪ বছর বয়স থেকে তাঁর সংগীতজীবন শুরু করেন। প্রথমে তিনি ইউটিউবে অন্য শিল্পীদের গান কভার করতেন এবং তা পোস্ট করতেন। ২০১৫ সালে তিনি ‘ওয়ার্নার মিউজিক গ্রুপ’-এর সঙ্গে চুক্তিবদ্ধ হন এবং প্রথম অ্যালবাম প্রকাশ করেন।