১১ বছর টেস্ট ক্রিকেটের বাইরে ছিলেন

ক্রীড়া প্রতিবেদক : ১৩ বছর আগে বাংলাদেশের বিপক্ষে টেস্টে অভিষেক হয়েছিল গ্যারেথ বেটির। ১১ বছর টেস্ট ক্রিকেটের বাইরে ছিলেন। বাংলাদেশ সফরে আবারো তিনি টেস্ট খেলছেন।

নতুন বলে বল করেছেন। নিয়েছেন তামিম ইকবালের উইকেটের মতো একটি গুরুত্বপূর্ণ উইকেট। তামিমের মতো গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়কে আউট করতে পেরে উচ্ছ্বসিত তিনি।

দিনশেষে বেটি জানিয়েছেন এবারই প্রথম তিনি নতুন বলে বল করলেন। এর আগে কখনোই তিনি নতুন বলে বল করেননি। ইংল্যান্ডের ইনিংসে ১১ নম্বরে ব্যাট করেন। জানিয়েছেন এর আগেও ১১ নম্বরে ব্যাট করার অভিজ্ঞতা রয়েছে তার।

তামিমের উইকেট শিকার করার বিষয়ে বেটি বলেন, ‘ভালো বল করলে উইকেট পাওয়া সম্ভব। সেটা আমি জানতাম। আমার আর এখন সেই বয়স নেই যে সামান্য সাফল্য পেলেই উদযাপন করব। তবে তামিম ইকবালের মতো একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে আউট করতে পারাটা দারুণ কিছু ছিল।’

নতুন বলে বল করার বিষয়ে বেটি বলেন, ‘এর আগে আমি কখনোই নতুন বলে বল করিনি। তাই আজ আমার বুক কাঁপছিল। প্রথম বলটি অবশ্য খুব একটা ভালো করতে পারিনি। তবে দিনশেষে একটি উইকেট পাওয়ায় খুব ভালো লাগছে। নতুন বলে কিছুটা ভিন্নতা আছে। নতুন বল ধরার ক্ষেত্রে সেটা অনুভব করা যায়। তবে সেটার সঙ্গে আপনাকে মানিয়ে নিতে হবে।’

১১ নম্বরে ব্যাট করার বিষয়ে তিনি বলেন, ‘হ্যাঁ, এর আগেও আমি ১১ নম্বরে ব্যাট করেছি। একবার অপরাজিত থেকে ৩৫ রান করেছিলাম। আজও আমাকে তেমন কিছু খেলতে বলা হয়েছিল। কিন্তু সতীর্থ না থাকায় সুবিধা করতে পারিনি।’

উল্লেখ্য, গ্যারেথ বেটি ইংল্যান্ডের হয়ে সাতটি টেস্ট ও দশটি ওয়ানডে খেলেছেন। সাত টেস্টে ৯ ইনিংসে উইকেট নিয়েছেন মাত্র ১১টি। ২০০৫ সালের পর আর ইংল্যান্ড দলে খেলা হয়নি তার। জাতীয় দলে আলো ছড়াতে ব্যর্থ হলেও বেটির প্রথম শ্রেনির ক্রিকেট ক্যারিয়ারটা বেশ সমৃদ্ধই। এখন পর্যন্ত ২৩৮ ম্যাচে উইকেট নিয়েছেন ৬২৫টি। এ বছর সারের হয়ে কাউন্টিতে ৩১ গড়ে নিয়েছেন ৪১ উইকেট।’