১০ সেপ্টেম্বর প্রণব মুখার্জির শ্রদ্ধানুষ্ঠান

১০ সেপ্টেম্বর প্রণব মুখার্জির শ্রদ্ধানুষ্ঠান

সদ্য প্রয়াত ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শ্রদ্ধানুষ্ঠান হবে ১০ সেপ্টেম্বর। এরপর তার অস্থি ভাসানো হবে হরিদ্বারের গঙ্গায়। দিল্লির একটি ধর্মীস্থানে শ্রদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন তার ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়। তবে এ অনুষ্ঠানে কোনো অতিথি থাকবেন কিনা সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।

বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় রেখেই সংক্ষিপ্ত ভাবে অনুষ্ঠান করা হবে বলেও জানান অভিজিৎ মুখোপাধ্যায়।

এক ছেলে এবং এক কন্যার জনক ছিলেন ভারতের ১৩তম সাবেক রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায়। ২০১৫ সালে তার সহধর্মিণীর মত্যু হয়।

১০ নম্বর রাজাজী মারগের প্রণব মুখোপাধ্যায়ের সরকারি বাসভবনেই রয়েছেন ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়। সেখানে থেকেই ১১ দিনের অশৌচ প্রক্রিয়া শেষ করবেন। মেয়ে শর্মীষ্ঠা মুখোপাধ্যায়ও তিন দিনের বাবার পারলৌকিক কাজ করবেন আগামী বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর)।

সোমবার (৩১ আগস্ট) বিকেল পৌনে ছয়টায় ভারতের রাজধানী দিল্লি সেনা হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রণব মুখোপাধ্যায়। পরদিন মঙ্গলবার দুপুরে দিল্লি লোধী মহাশশ্মানে কোভিড বিধি নেমে তার শেষকৃত্য সম্পন্ন হয়।