হিলি স্থলবন্দরে লক্ষ্যমাত্রার তিনগুণ বেশি রাজস্ব আদায়

চলতি অর্থবছরের প্রথম তিন মাসে লক্ষ্যমাত্রার চেয়ে তিনগুণ বেশি রাজস্ব আদায় করেছে হিলি কাস্টমস।

রোববার (১ নভেম্বর) হিলি কাস্টমস জানায়, গেল কয়েক বছর লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও চলতি অর্থবছরের প্রথম প্রান্তিক অর্থাৎ প্রথম তিন মাসে লক্ষ্যমাত্রার চেয়ে তিনগুণ বেশি রাজস্ব আয় হয়েছে হিলি স্থলবন্দর থেকে। এসময়ে ৩০ কোটি ২৭ লাখ টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা থাকলেও আদায় হয়েছে ৮৪ কোটি ৭৮ লাখ টাকা।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দীর্ঘ আড়াই মাস বন্ধ থাকার পর গেল ৮ জুন আবারও এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়। তবে রাজস্ব আয় বাড়লেও বাড়েনি সেবার মান। এখনও অবকাঠামো দুর্বলতা আছে বন্দরের।