হিলি স্থলবন্দরে বেড়েছে কাঁচা মরিচের আমদানি

হিলি

হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে কাঁচা মরিচের আমদানি। আড়তে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা দরে।

দেশের বিভিন্ন স্থানে বন্যায় নষ্ট হয়েছে কাঁচা মরিচের আবাদ। দেশের বাজারে কাঁচা মরিচের চাহিদা মেটাতে ও দাম স্বাভাবিক রাখতে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি হচ্ছে ভারতীয় কাঁচা মরিচ।

ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে বুধবার (৫ আগস্ট) ১৬টি ট্রাকে করে ১০০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি করা হয়েছে। বৃহস্পতিবার (০৬ আগস্ট) যা খালাস প্রক্রিয়া চলছে। বিকেলের দিকে দ্বিতীয় চালান আসতে পারে বলে জানা গেছে

সকালে ব্যবসায়ীরা জানান, দেশের বাজারে কাঁচা মরিচের চাহিদা থাকায় ভারত থেকে আমদানি করা হচ্ছে। আর এসব কাঁচা মরিচ দেশীয় বাজারে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমদানিকৃত মরিচ সরবরাহ করা হচ্ছে ঢাকা-চট্টগ্রাম-রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে।

হিলি কাস্টমসের সহকারী কমিশরার আব্দুল হান্নান, জানান ঈদের ছুটি শেষে বুধবার প্রথম কর্মদিবসে আমদানি হয়েছে ১০০ মেট্রিক টন কাঁচা মরিচ। এ থেকে সরকার রাজস্ব পেয়েছে ২০ লাখ ৫০ হাজার টাকা। তবে সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে আমদানি-রফতানির কার্যক্রম চলছে।