হিলি সীমান্তে দুই কেজি সোনাসহ এক ব্যক্তি আটক

সামিউল আলম (দিনাজপুর), বিশেষ প্রতিনিধি:
দিনাজপুরের হিলি সীমান্তের অদুরে আটাপাড়া এলাকা থেকে দুই কেজি সোনাসহ ছামসুল নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার আনুমানিক মুল্য এক কোটি টাকা। আটককৃত ছামসুল ইসলাম (৪৮) পাঁচবিবি উপজেলার পূর্ব ধরঞ্জী গ্রামের মৃত শাহেব আলীর ছেলে।
জয়পুরহাট-২০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল মো. মোস্তাফিজুর রহমান জানান, গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে হিলি সীমান্ত এলাকা থেকে ভারতে সোনা পাচার করা হচ্ছে এমন খবর আসে বাসুদেবপুর ক্যাম্পে। এসময় ক্যাম্পের ল্যান্স নায়েক নুরুল ইসলামের নেতৃত্বে বিজিবি সদস্যরা আটাপাড়া রেলগুমটিতে অবস্থান নেয়। এর কিছুক্ষণ পর মটর সাইকেল নিয়ে একব্যক্তি কাছাকাছি এলে বিজিবি সদস্যরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে খরচের ব্যাগে সোনা থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় তাকে দুই কেজি সোনা সহ আটক করা হয়।