হিলি সীমান্তে অভিযানে মাদক ব্যবসায়ী আটক

দিনাজপুরের হিলি সীমান্তে মাদক বিরোধী অভিযানে ৭২ পিস নেশা জাতীয় প্যাথেডিন অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ীকে আটকের আদালতে প্রেরণ করেছে পুলিশ।

শনিবার (২২ আগস্ট) দুপুরে হিলি সীমান্তের মংলা বাজারে রাস্তা থেকে তাকে হাকিমপুর (হিলি) থানা পুলিশ।

হাকিমপুর (হিলি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, শনিবার বেলা সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারত থেকে মাদকদ্রব্য নিয়ে একজন মংলা সীমান্ত দিয়ে দেশের মধ্যে প্রবেশ করছে।

এমন সংবাদের ভিত্তিতে এসআই রাজু হোসেনসহ সঙ্গীয়ফোর্স নিয়ে মংলা বাজার রাস্তায় অভিযান পরিচালনা করে। অভিযান চালিয়ে ৭২ পিস অ্যাম্পুলসহ মামুনকে (৩২) হাতেনাতে আটক করা হয় বলে জানান তিনি।

তিনি আরও জানান, আটককৃত আসামি হিলি সীমান্তের রায়ভাগ গ্রামের মকবুল হোসেনের ছেলে মামুন হোসেন (৩২)।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।