হিলারির অফিসে অজানা বস্তু, আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটনের প্রচারাভিযানের ব্রুকলিন সদর দপ্তর থেকে সব লোকজনকে সরিয়ে দেওয়া হয়। আতঙ্কে দপ্তরটি খালি করেও দেওয়া হয়। একটি খামের মধ্যে সাদা রঙের পদার্থ পাওয়ার পর পুলিশ দফতরটি খালি করে দেয়।

পুলিশের এক মুখপাত্র জানান, নিউ ইয়র্ক সময় বিকেল ৫টার দিকে ক্লিনটনের প্রচারবিষয়ক সদর দপ্তরের দুটি প্রবেশপথেই এই খাম পাওয়া যায়। ফলে ভবনের দশম তলা একেবারে খালি করে দেওয়া হয়।

মোট চার ব্যক্তি এই খামের ভেতরের পদার্থগুলো নাড়াচাড়া করে দেখেন। পুলিশ জানায়, তাদের কেউ আহত হননি কিংবা অসুস্থ হয়ে পড়েননি। পদর্থগুলো আসলে কী, পুলিশ তা খতিয়ে দেখছে। এ ব্যাপারে তদন্তও চালাচ্ছে তারা।

দপ্তর যখন খালি করে দেওয়া হয়, তখন হিলারি নিউ ইয়র্কে ছিলেন না। প্রচারাভিযানের অংশ হিসেবে ওহাইওর ক্লিভল্যান্ড সফর করছিলেন। মূলত, সে সময় প্রাক্তন এ পররাষ্ট্রমন্ত্রী কমিউনিটি কলেজে প্রচার চালাচ্ছিলেন।

নতুন জনমত জরিপে দেখা যায়, হিলারি ও তার প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সমর্থনের পার্থক্য আগের চেয়ে কিছুটা কমেছে।