হিজলায় ব্রিজ ভেঙে দুই গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন

জেলা প্রতিবেদকঃ বরিশালের হিজলা উপজেলায় নৌযানের ধাক্কায় একটি ব্রিজ ভেঙে পড়েছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
যদিও ব্রিজটি ভেঙে যাওয়ার পর শুক্রবার (১০ এপ্রিল) সকাল থেকে হিজলা উপজেলা সদরের সঙ্গে মেহেন্দিগঞ্জ উপজেলার আন্দারমানিক ইউনিয়নের সাধারণ মানুষের যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
মেহেন্দিগঞ্জ উপজেলার আন্দারমানিক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম বলেন, হিজলা উপজেলার একতা বাজার সংলগ্ন ব্রিজটি ভোর ৩টার দিকে ভেঙে পড়ে। এরআগে একটি বালুবাহী নৌযান ব্রিজটিকে ধাক্কা দেয়। ধারণা করা হচ্ছে একারণেই ব্রিজটি ভেঙে পড়েছে।
তিনি জানান, ভোরের দিকে ব্রিজটি ভেঙে পড়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে দ্রুত এটি মেরামত করা না হলে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে হিজলা উপজেলা সদর ও মেহেন্দিগঞ্জের আন্দারমানিক ইউনিয়নের কয়েক হাজার মানুষকে ভোগান্তি পোহাতে হবে।
তিনি আরও বলেন, মূলত আন্দারমানিক ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বেশিরভাগ মানুষের ব্যবসা বাণিজ্য হিজলা উপজেলা সদরে। এছাড়া স্কুল-কলেজের শিক্ষার্থীরা এ পথেই চলাচল করেন।