‘হাসপাতালে কোনো অনিয়ম হয়নি’

সাহাবুদ্দিন

করোনা চিকিৎসা নিয়ে সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে কোন অনিয়ম হয়নি বলে মন্তব্য করেছেন হাসপাতালের পরিচালক। এছাড়া হাসপাতালটির বিরুদ্ধে উঠা কোন অভিযোগই কর্তৃপক্ষের জানা নেই বলেও জানান তিনি। আর র‍্যাব বলছে উপযুক্ত প্রমাণের ভিত্তিতেই হাসপাতালটিতে অভিযানে যায় তারা।

অনুমোদন ছাড়া করোনা পরীক্ষা, টাকার বিনিময়ে নমুনা সংগ্রহ ও টেস্ট না করেও ফলাফল দেয়াসহ করোনা নেগেটিভ রোগীকে পজিটিভ দেখিয়ে ভর্তি রেখে মোটা অংকের টাকা আদায়সহ বেশকিছু অভিযোগে ১৯ জুলাই গুলশানের সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালায় র‌্যাব। কোন অভিযোগ অস্বীকার করে হাসপাতালের পরিচালক ডা. মো. মুনসুর আলী বলছেন হাসপাতালের পক্ষ থেকে বিধিবহির্ভূত এমন কোন কাজ করা হয়নি।

এদিকে, র‌্যাব বলছে যথেষ্ট তথ্যপ্রমাণের ভিত্তিতেই সাহাবুদ্দিনে অভিযান চালনো হয়।

র‍্যাব কর্মকর্তা বলেন, সাহাবুদ্দিন হাসপাতালে যে অভিযান চালানো হয়েছে সেটা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে। সুনির্দিষ্ট আলামত নিয়েই অভিযান করা হয়েছে।

হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক গ্রেফতারকৃত ফয়সাল আল ইসলামের বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখার আবেদন জানিয়ে বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলন করে কর্তৃপক্ষ।