হাতিয়ায় মালবাহী জাহাজডুবি, জীবিত উদ্ধার ১৪

হাতিয়ায় মালবাহী জাহাজডুবি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা-বঙ্গোপসাগরের চ্যানেলে মালবাহী জাহাজডুবির ঘটনায় মাস্টারসহ ১৪ জন ক্রু নিখোঁজের পর জীবিত উদ্ধার করেছে জেলেরা।

শনিবার (১৫ আগস্ট) ভোরে মেঘনা-বঙ্গোপসাগরের চ্যানেলের ভাসান চর এলাকায় জাহাজ ডুবির এ ঘটনা ঘটে।

নোয়াখালীর হাতিয়ার কোস্টগাডের স্টেশন কমান্ডার লেফটেনেন্ট বিশ্বজিৎ বড়ুয়া জানায়, ভোরের দিকে মেঘনা-বঙ্গোপসাগরের মোহনার ভাসান চর এলাকায় চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার নারায়ণগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা গম বোঝাই কার্গো জাহাজ আক্তার বানু-১ মেঘনা- বঙ্গোপসাগরের মোহনায় প্রবল স্রোত ও ঢেউয়ের কারণে জাহাজটি ডুবে যায়। এ সময় দুর্ঘটনা কবলিত জাহাজের মাস্টারসহ ১৪ জন ক্রু নিখোঁজ হয় । নিখোঁজদের উদ্ধারে সকাল থেকে অভিযান চালানো হয়।

কার্গো জাহাজ আক্তার বানু-১ ম্যানেজার রাজু সাহ জানান, জাহাজের মাস্টারসহ ১৪জন ক্রু কে জীবিত উদ্ধার করা হয়। তবে জাহাজের কোন সন্ধান পাওয়া যায় নি।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জাহাজের মাস্টারসহ ১৪ জন ক্রু উদ্ধারের কথা নিশ্চিত করেন।