হাতিয়ার অর্ধলাখ মানুষ রাতে আশ্রয়কেন্দ্রে থাকবে

জেলা প্রতিবেদকঃ বুধবার (২০ মে) দিনগত রাতে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সমুদ্র ও নদী তীরবর্তী ঝুঁকিপূর্ণ এলাকার প্রায় অর্ধলাখ মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।

ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে বৈরি আবহাওয়া বিরাজ করায় উপকূলীয় অঞ্চলের অর্ধলাখ মানুষকে ১৮৫টি সাইক্লোন শেল্টারে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। এখনো মানুষ আশ্রয়কেন্দ্রের দিকে আসছেন।

বুধবার (২০ মে) দিনগত রাত ১২টার দিকে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ১৮৫টি সাইক্লোন শেল্টার কাম আশ্রয়কেন্দ্রে ৮০ হাজার মানুষের ধারণ ক্ষমতা রয়েছে। তবে বর্তমানে ৫০ হাজারের মতো মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। আশ্রয়কেন্দ্রগুলোতে বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে।

এসব বিষয়ে ইডিপির অর্থায়নে সিপিপির ১৭৭টি ইউনিট ঘূর্ণিঝড় আম্পান মোকাবিলায় কাজ করছে।

প্রসঙ্গত, নোয়াখালীর মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার পুরোটা মেঘনা নদী দ্বারা বেষ্টিত হওয়ায় যে কোন প্রাকৃতিক দুর্যোগ দ্বীপের মানুষেরা ঝূঁকিতে থাকেন।