হরিপুর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালিত

মোঃ আনোয়ার হোসেন, হরিপুর উপজেলা প্রতিনিধি: হাজারের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১৯৭১ সালের ৭ই মার্চের সেই ভাষণটি শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায়, দিবস টি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেন, হরিপুর উপজেলা আওয়ামীলীগ।

১৯৪৮ দেশ ভাগের পর রাজনৈতিক দীর্ঘ সংগ্রামের ধারাবাহিকতায় চুড়ান্ত লক্ষ্যে ১৯৭১ সালে, পরাধীনতার শিকল থেকে মুক্ত করার জন্য ঢাকার রেস কোর্স ময়দানে ৭ই মার্চ লক্ষ লক্ষ জনতার উদ্দেশ্যে। স্বাধীনতার পূর্ব প্রস্তুতি মূলক বাঙালি জাতির মুক্তির বার্তা, হাজার বছরের বাঙালির স্বপ্ন বাস্তবায়নের জন্য যে ধ্বনি উচ্চারণ করেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রেক্ষাপটে দিবসটির কর্মসূচির শুরু।

ঠাকুরগাঁও হরিপুরে ৭ই মার্চ দিবসে উপলক্ষে রাত ১০,০০ টায় বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয় । উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে পুষ্পমাল্য প্রদান করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান, অধ্যক্ষ মোঃ জিয়াউল হাসান মুকুল ও বীর মুক্তিযোদ্ধা নগেন কুমার পাল, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও অঙ্গ সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক সহ অঙ্গ সংগঠন এর নেতা কর্মীবৃন্দ, ।

সকাল ১১, টায় আলোচনা দলীয় কার্যালয় দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনায় অংশ গ্রহণ করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ জিয়াউল হাসান মুকুল, মোঃ যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ মনোয়ারুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক মোঃ জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, আওয়ামীযুব লীগের সাধারণ সম্পাদক মোঃ আমজাদ আলী, কৃষক লীগের সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শ্রী প্রদীপ কুমার পাল, তাঁতীলীগের আহবায়ক মোঃ মাসুদ চৌধুরী, হরিপুর ছাত্রলীগ এর সভাপতি সুব্রত মিলন, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ।

দিবসে মহান শহীদ আত্মার মাগফেরাত কামনা দোয়া মাহফিল শেষে দিনের কর্মসূচী সমাপ্ত হয়।