হরিপুরে মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের কারাদণ্ড

মোঃ আনোয়ার হোসেন,হরিপুর উপজেলা প্রতিনিধিঃ হরিপুর (ঠাকুরগাঁও) উপজেলা ২ নং আমগাঁও ইউনিয়নের নন্দগাঁও মুন্সিপারা মোঃ মোজাম্মেল হক (তোজা) এর স্ত্রী মোছাঃ জোসনারা (৩৫) কে হরিপুর থানা পুলিশ গ্রেফতার করে।
গোপন সংবাদ ভিত্তিতে হরিপুর থানা পুলিশের বিশেষ দল এস আই মোঃ বেলাল হোসেন, এ এস আই মোঃ সিরাজুল ইসলাম এর নেতৃত্বে সিপাহি মোছাঃ মৌসুমী,সাইফুল ইসলাম আমিনুল হক,২২-৭-২০২০ ইং গোপন সংবাদ ভিত্তিতে বিকাল ৫.৩০ মিনিটে নিজ বাড়িতে বিক্রয়ের উদ্দেশ্য গাজা প্যাকেট করার সময় হরিপুর থানা পুলিশের বিশেষ দল তাকে হাতে নাতে গ্রেফতার করে।তার স্বামী তোজাম্মেল হক তোজা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
তৎক্ষনাত মুঠোফোন খবর পেয়ে ঘটনা স্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল করিম উপস্থিত হয় এবং ঘটনা স্থলে জনসাধারণের নিকট স্বাক্ষীগনের কথা শুনেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল করিম মাদক দ্রব্য নিয়ন্ত্রণ-আইন- ২০১৮,( ৪২) ধারায়, বিনাশ্রমে ১৫ দিন কারাদণ্ড প্রদান করে, জেল হাজতে প্রেরণ। মোছাঃ জোসনারা বেগম স্বীকার করেন, তার স্বামী ও নিজে দীর্ঘদিন মাদক দ্রব্য ব্যবসার সাথে জড়িত, বর্তমানে তাদের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ টি মামলা কোর্টে চলমান রয়েছে। ইতিপূর্বে জোসনারা বেগম মাদক দ্রব্য বিক্রয়ের সময়ে গোপন ক্যামরায় ভিডিও ধারণ করে ফেসবুকে ভাইরাল হয়ে যায়।