হবিগঞ্জে এক ব্যবসা প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা

জেলা সংবাদদাতাঃ বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ছাড়া তেল, ডিটারজেন্ট ও চা পাতা বাজারজাত করায় হবিগঞ্জে এক ব্যবসা প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে শহরতলীর বিসিক শিল্পনগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাশফিকা হোসেন।

অভিযানে মেসার্স নূরে মদিনা এন্টারপ্রাইজ নামক ওই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত মিজানুর রহমান ও মিজবাহ উদ্দিনসহ তিনজনের কাছ থেকে এক লাখ টাকা করে মোট তিন লাখ টাকা জরিমানা আদায় করেন তিনি।

মাশফিকা রহমান জানান, বিএসটিআই অনুমোদন ছাড়া ডিটারজেন্ট, সয়াবিন তেল এবং চা পাতা বাজারজাত করছিল প্রতিষ্ঠানটি। বাজারে সুপরিচিত বিভিন্ন কোম্পানির মোড়ক ব্যবহার করে তারা। অভিযানকালে এসবের সত্যতা পেলে ভোক্তা অধিকার আইনে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, এখান থেকে ১৫০ প্যাকেট ডিটারজেন্ট, দুই লিটার সয়াবিন তেল ও কয়েক প্যাকেট চা পাতা জব্দ করা হয়। অভিযানকালে হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।