হবিগঞ্জের জমিতে পানি সেচে বিরোধ, ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

হবিগঞ্জের বাহুবলে জমিতে পানি সেচের বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জামাল মিয়া (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ দুই জনকে আটক করেছে।

শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জামাল মিয়া উপজেলার ফতেহপুর গ্রামের গেদু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, ধানের জমিতে পানি সেচ দেয়া নিয়ে ফতেহপুর গ্রামের জামাল মিয়া ও সজলু মিয়ার মাঝে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শুক্রবার জমি থেকে বাড়ি ফেরার পথে শ্যামপুর গ্রামের কাছে জামালকে ফিকল দিয়ে আঘাতসহ মারধর করে প্রতিপক্ষের লোকজন।

তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে পরে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে সজলুর বোন শিল্পী আক্তার ও তার চাচাতো ভাই কাউছারকে আটক করে।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান জানান, ধারালো ফিকল দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। এখনও হত্যাকাণ্ডের ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি। তবে আমরা জড়িত সন্দেহে দুই জনকে আটক করেছি।