হন্ডুরাসের প্রেসিডেন্ট হার্নান্দেজ করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্কঃ প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন হন্ডুরাসের প্রেসিডেন্ট হুয়ান ওরল্যান্দো হার্নান্দেজ।

বর্তমানে বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি। তবে চিকিৎসাধীন থাকা অবস্থায়ও তিনি সরকারি দায়িত্ব পালন অব্যাহত রাখবেন বলে জানাগেছে।

মঙ্গলবার রাতে নিজের শারীরিক অবস্থা সম্পর্কে জানিয়ে টেলিভিশনে এক ভাষণ দেন তিনি। সেখানে তিনি বলেন, ‘দেশের প্রেসিডেন্ট এবং দায়িত্বশীল একজন নাগরিক হিসেবে আপনাদের আমি জানাতে চাই যে, সাপ্তাহিক ছুটির সময়ে আমি অস্বস্তি বোধ করতে থাকি। এরপর আজ পরীক্ষা করে আমার কোভিড-১৯ ধরা পড়েছে। সংশ্লিষ্টরা আমাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। তবে আমি চিকিৎসাধীন থেকে কাজ অব্যাহতভাবে চালিয়ে নেবো আমার সহযোগীদের মাধ্যমে।’

উল্লেখ্য, প্রেসিডেন্টের স্ত্রী ও তার দু’জন সহযোগীও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, হন্ডুরাসে বর্তমানে মোট ৯ হাজার ৬৫৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া মৃত্যু হয়েছে ৩৩০ জনের।