‘হত্যার রাজনীতির নিষ্ঠুর আক্রমণের শিকার শেখ হাসিনা’

আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, হত্যার রাজনীতির নিষ্ঠুর আক্রমণের শিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা । ২১ আগস্ট গ্রেনেড হামলায় বিএনপির যে দায় আছে দলটির নেতাদের অসতর্ক অবস্থার বক্তব্যেই সত্য কথা বেরিয়ে আসছে।

সোমবার (২৪ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবে আইভী রহমানের ১৬তম শাহাদাৎ বার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন। একই অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ২১ আগস্ট গ্রেনেড হামলা হয়েছে। এর দায়ে বেগম জিয়াকেও শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।

আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেন, তাদের নেতারাও অনেক সময় অসর্তক মুহূর্তে সত্য বলেছেন। বার বার হত্যার রাজনীতির নিষ্ঠুর আক্রমণগুলো তার উপর দিয়ে গেছে। এই হত্যার রাজনীতির নিষ্ঠুর আক্রমণগুলোর বিরুদ্ধে যিনি লড়াই করছেন; তিনি হলেন জননেত্রী শেখ হাসিনা।