হঠাৎ ইরানের সাথে আনাগোনা বেড়েছে ভারতের

হঠাৎ ইরানমুখী হয়ে পড়েছে ভারত। ইরানের সাথে আনাগোনা বেড়ে উঠেছে দেশটির। দুই দিনের ব্যবধানে ইরান সফর করেছেন ভারতের দুই মন্ত্রী।

দুইদিন আগে ইরান সফর গিয়েছিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। রাজনাথের পর এবার হঠাৎ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ইরান সফরে গিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামনিয়াম জয়শঙ্কর। মঙ্গলবার তিনি তেহরান পৌছে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফের সঙ্গে।

বৈঠকে দুই পক্ষ নিজেদের মধ্যে আরও ভাল সম্পর্ক গড়তে আগ্রহ প্রকাশ করেছেন তারা। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক প্রসঙ্গে ইরানের পররাষ্ট্র মান্ত্রনালয়ের মুখপাত্র সাঈদ খাটিবজাদেহ বলেছেন, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী নিজেরদের সম্পর্ক আরও ঘনিষ্ট করতে চান। এ বিষয়ে তারা দুই পক্ষ আন্তরিক বলে জানিয়েছেন। বৈঠক শেষে মস্কোর উদ্দেশে তেহরান ত্যাগ করেন জয়শঙ্কর। রশিয়ায় তিনি অংশগ্রহণ করবেন সাংহাই সহযোগিতা পরিষদের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে।

এর আগে শনিবার (৫ সেপ্টেম্বর) ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তেহরান আসেন প্রতিরক্ষাও সামরিক ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার জন্য। এসময় তিনি ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামির সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন।