হজ্জ সংক্রান্ত এখনও সিদ্ধান্ত নেয়নি সৌদি

বিশেষ প্রতিবেদকঃ ২০২০ সালে অনুষ্ঠিতব্য পবিত্র হজে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণ বিষয়ে সৌদি সরকার এখনও (১৫ জুন) পর্যন্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি।

হজ্জ সংক্রান্ত তাদের কোনো ধরনের সিদ্ধান্ত কূটনৈতিক চ্যানেলে বা দাফতরিকভাবে কোনো দেশকে জানায়নি।

আজ বাংলাদেশ হজ অফিস, জেদ্দা, সৌদি আরব থেকে জারিকৃত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

রাত পৌনে ১১টায় বাংলাদেশ হজ মিশনের হজ কাউন্সিলর মাকসুদুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, যতদূর জানা যায়, সৌদি সরকার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক করোনা পরিস্থিতি তথা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতামত ইত্যাদির উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করবে। দেশটির সরকারের সিদ্ধান্ত পাওয়া মাত্রই সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হবে।