সড়ক অভিযানে বিআরটিএ

করোনার সংক্রমণ প্রতিরোধে গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানাসহ বাড়তি ভাড়া আদায় হচ্ছে কিনা তা পর্যবেক্ষণে বিভিন্ন সড়কে অভিযানে নেমেছে বিআরটিএ ।

রোববার (১৬ আগস্ট) সকাল থেকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে এই অভিযান শুরু হয়। এসময় করোনাকালীন সরকারি নির্দেশনা না মানায় বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫টি মামলায় ১৫টি বাসের কাগজ জব্দ করার পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কাগজপত্র না থাকায় ডাম্পিংয়ে পাঠানো হয় একটি গাড়ি।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকরী নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, করোনার এই সময়ে নির্দেশনা না মেনে অতিরিক্ত যাত্রী বহন, পাশাপাশি দুই সিটে যাত্রী নেয়া, অতিরিক্ত ভাড়া আদায়সহ আটক পরিবহনগুলোর প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তাদের বিরুদ্ধে এ ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। করোনাকালীন এই অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলেও জানান তিনি।