স্মার্ট কার্ড সংগ্রহে পুরুষের থেকে নারীদের উপস্থিতি বেশি

নিজস্ব প্রতিবেদক : সিদ্ধেশ্বরী গার্লস কলেজে স্মার্ট কার্ড সংগ্রহে পুরুষের থেকে নারীদের উপস্থিতি বেশি লক্ষ করা গেছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে তারা কলেজের সামনে লাইন ধরে অবস্থান নেন। ৯টায় স্মার্ট কার্ড বিতরণ শুরু করার কথা থাকলেও তা শুরু হয় সকাল ৯টা ৪০ মিনিটে। যার ফলে নারীদের সংখ্যা ক্রমেই বাড়তে থাকে।

ইস্কাটন গার্ডেন রোডের বাসিন্দা খাদিজা আক্তার জানান, অফিস থাকার কারণে পুরুষদের উপস্থিতি কম। নারীরা এ সময় সাধারণত বাসায় অবসর থাকেন। ফলে তারা স্মার্ট কার্ড নিতে আসতে পেরেছেন।

তিনি বলেন, ‘স্মার্ট কার্ড নিয়ে টেলিভিশন, পত্রিকা, নিউজ পোর্টাল, সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রচার-প্রচারণা চালানো হয়। তাই স্মার্ট কার্ড পাওয়ার ব্যাপারে বেশি আগ্রহী ছিলাম। ফলে সকাল সকাল সব হাতের কাজ সেরে স্মার্ট কার্ড নিতে আসলাম।’

উল্লেখ্য, গত রোববার স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার থেকে বিতরণ শুরু হয়। আজও রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে স্মার্ট কার্ড বিতরণ চলছে।