স্বাস্থ্যবিধির তোয়াক্কা নেই গণপরিবহনে

bus

যত্রতত্র যাত্রী উঠানামাসহ অতিরিক্ত ভাড়া আদায়ের পুরানো বিশৃঙ্খল হালচালে ফিরেছে নগর সার্ভিস। তোয়াক্কা নেই স্বাস্থ্যবিধির। বিশেষজ্ঞদের আশঙ্কা এখনই গণপরিবহনের লাগাম টেনে না ধরলে আরো ভয়াবহ হতে পারে করোনা সংক্রমণ।

মুখে মাস্ক নেই যাত্রীর। নেই বাসের ড্রাইভার বা সহকারীদেরও। রাজধানীর নগর সার্ভিসে গা ছাড়া ভাব স্বাস্থ্যবিধি মানায়। সামাজিক দূরত্ব নিশ্চিতসহ হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারেও এসেছে ঢিলেমি।

এদিকে, বাস থামিয়ে যত্রতত্র চলছে যাত্রী উঠানো বা নামানো। যাত্রীদের অভিযোগ, অতিরিক্ত যাত্রী তোলা ও ভাড়া আদায়ের।

অপরদিকে, বাস সংশ্লিষ্টদের অস্বীকারের সুরটা বেশ চড়া। তবে, মাঠে আইন ভাঙার দায় নিচ্ছে না বাস মালিক সমিতি।

সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতউল্লাহ বলেন, এরকম যদি কেউ করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এতে আমাদের কোনো আপত্তি নেই।

সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল সহকারী অধ্যাপক ডা. মোস্তফা কামাল রউফ বলেন, গণপরিবহনের ধরার ও বসার জায়গাটা নতুন নতুন মানুষ দিয়ে আক্রান্ত হচ্ছে।

বিশৃঙ্খলার অভিযোগ অনেকটা অস্বীকার করে প্রয়োজনে আরো কঠোর হবার অভিযোগ বিআরটিএ’র।

বিআরটিএ-পরিচালক মাসুদুর রহমান বলেন, স্বাস্থ্যবিধি মানছে না, এটা সঠিক না। আমরা স্বাস্থ্যবিধি মেনেই চলছি, তবে দুই একটাতে সমস্যা হতে পারে।