স্বরাষ্ট্রমন্ত্রী : বাংলাদেশে আরএসও নেই

সংসদ প্রতিবেদক : বাংলাদেশে রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) নেই দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, আমরা কোনো রকমের টেররিস্ট, বিচ্ছিন্নতাবাদী এবং আরএসওর কর্মকাণ্ড পরিচালনা করতে দেব না।

মঙ্গলবার বিকেলে দশম জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে তরিকত ফেড়ারেশনের সভাপতি সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর সম্পূরক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সমস্যা আমরা সত্তরের দশক থেকেই মোকাবেলা করছি। এজন্য রাষ্ট্রেরও বিপুল পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে। মাননীয় সংসদ সদস্য রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) কথা বললেন। আমাদের এখানে এসব সংগঠনের কোনোরকম উৎপত্তি হতে দেইনি এবং হতে দিচ্ছি না। আমাদের প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলে দিয়েছেন, বাংলাদেশের মাটিকে কোনোরকম বিচ্ছিন্নতাবাদী বা টেরোরিস্টদের আখড়া করতে দেব না।

আরএসও নেই। অন্য কাউকেও করতে দেব না। সেজন্য আমরা যথেষ্ট সজাগ রয়েছি। এছাড়াও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সঙ্গে সব বাহিনীও সজাগ রয়েছে বলে দাবি করেন তিনি।