স্থগিত কেন্দ্রের ভোট ৩১ অক্টোবর : ইউপি নির্বাচন

নোয়াখালী

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী জেলার আটটি উপজেলায় চলতি বছরে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন চলাকালীন সময়ে নানা অনিয়মের অভিযোগে স্থগিত করা ১৩০টি ভোট কেন্দ্রের পুনর্ভোট গ্রহণের জন্য ৩১ অক্টোবর নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।

স্থগিত ভোটকেন্দ্রের মধ্যে সুবর্ণচর উপজেলায় দুটি, কোম্পানীগঞ্জ উপজেলায় আটটি, কবিরহাট উপজেলায় একটি, চাটখিল উপজেলায় ৯টি, সোনইমুড়ি উপজেলায় ১৬টি, বেগমগঞ্জ উপজেলায় ৫৬টি, সদর উপজেলায় ১১টি ও সেনবাগ উপজেলায় ২৭টি কেন্দ্র রয়েছে।

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মনির হোসেন ৩১ অক্টোবর আট উপজেলার ১৩০টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণের বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য নির্বাচন কমিশন সতর্ক আছে। অতীতের মতো যাতে কোনো ঘটনা না ঘটে সে ব্যাপারে সজাগ ও কঠোর দৃষ্ঠি রাখবে নির্বাচন কমিশন।