স্কুলছাত্রীকে যৌন হয়রানির দায়ে শিক্ষক বহিষ্কার, থানায় মামলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্কুলছাত্রীকে যৌন হয়রানির দায়ে মোগড়া উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আশরাফুল আলম হিরণকে সাময়িক বরখাস্ত করেছে পরিচালনা কমিটি। বৃহস্পতিবার (০২ জুলাই) সকালে ঘটনার পর রাতে মামলা করেন ওই ছাত্রীর মা।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে বিদ্যালয় পরিচালনা কমিটির সভায় ওই শিক্ষককে সাময়িক বহিষ্কার করা হয়।

থানায় করা অভিযোগ সূত্রে জানা গেছে, ওই বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রী বৃহস্পতিবার সকাল ৯টায় আশরাফুল আলমের মোগড়া এলাকার বাড়িতে প্রাইভেট পড়তে যায়। এ সময় ওই শিক্ষক ওই ছাত্রীকে কৌশলে যৌন হয়রানি করেন। ওই ছাত্রীর শরীরের বিভিন্ন স্থানে হাত দেয়াসহ তার গালে কামড় বসায়। এ ঘটনার পর বিষয়টি প্রথমে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পরে থানা পুলিশকে অবহিত করা হয়। পরে ঘটনার পরদিন রাতে ওই ছাত্রীর মা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির নোয়াব মিয়া জানান, প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার পর তাকে বিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বিষয়টি বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকেও তদন্ত করে দেখা হবে।

তবে অভিযুক্ত শিক্ষক আশরাফুল আলম সাংবাদিকদের জানিয়েছেন, বিভিন্ন কারণে তিনি স্থানীয় ষড়যন্ত্রের শিকার হয়েছেন। একটি মহল তাকে ফাঁসিয়ে দিয়েছে। কোনও ছাত্রীর সঙ্গে যৌন নিপীড়নের কোনও ঘটনা তিনি ঘটানটি বলে দাবি করেন।

এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রসুল আহম্মেদ নিজামী জানান, ওই ছাত্রীর মায়ের দেয়া অভিযোগটি নারী নির্যাতন মামলা হিসেবে থানায় নথিভুক্ত হয়েছে। মামলায় ওই ছাত্রীকে কামড় দেয়াসহ নারী নির্যাতনের বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। অভিযুক্ত ওই শিক্ষককে গ্রেফতারের চেষ্টা চলছে।

সূত্রঃ সময় সংবাদ