সৌদি আরবে জনশক্তি রপ্তানি বাড়ছে

নিজস্ব প্রতিবেদক : সৌদি আরবে জনশক্তি রপ্তানি বাড়ছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

তিনি বলেছেন, সৌদি আরবের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ফলে বাংলাদেশ থেকে দেশটিতে জনশক্তি রপ্তানি বাড়ছে। সৌদি আরবের অনেক প্রতিষ্ঠান বাংলাদেশ সফর করে জনশক্তি নিয়োগ করছে।

সৌদি আরবের দাম্মানের দ্বার আল তৌহিদ গ্রুপের চেয়ারম্যান সামি ফারহান বৃহস্পতিবার মন্ত্রীর বাসভবনে সাক্ষাৎ করলে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন তাকে এ সব কথা বলেন। মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ সময় সৌদি ব্যবসায়ী সামি ফারহান বলেন, বাংলাদেশের শ্রমিকেরা অত্যন্ত কর্মঠ, নিষ্ঠাবান ও বিশ্বাসী। দীর্ঘদিন যাবত এদেশের অনেক কর্মী তার সংস্থায় কাজ করছে। তার সংস্থার জন্য আরো শ্রমিক প্রয়োজন।

তিনি বলেন, নির্মাণ শিল্পসহ তৈরি পোশাকেও তার সংস্থার বিনিয়োগ রয়েছে। বাংলাদেশে তিনি বিনিয়োগ করতে আগ্রহী।

জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশ বিনিয়োগের জন্য উপযুক্ত দেশ। সরকার বৈদেশিক বিনিয়োগে সার্বিক সহায়তা দিচ্ছে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে তাকে সার্বিক সহায়তা দেওয়ার আশ্বাস দেন মন্ত্রী।

এ সময়ে দাম্মানের ‘প্রবাসী নিউজ টোয়েন্টিফোর ডটকমর’ সম্পাদক মো. ইলিয়াস উপস্থিত ছিলেন।

দ্বার আল তৌহিদ গ্রুপে বাংলাদেশের অনেক কর্মী নিয়োজিত রয়েছে। তারা বাংলাদেশ থেকে বিভিন্ন পেশার আরো ১৭৫ জন কর্মী নিয়োগ দিতে চায়।