সৌদি আরবের আকাশে বৃহস্পতিবার পবিত্র জিলহজ্ মাসের চাঁদ দেখা যায়নি

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের আকাশে বৃহস্পতিবার পবিত্র জিলহজ্ মাসের চাঁদ দেখা যায়নি। জিলকদ মাস ৩০ দিন পূর্ণ হওয়ায় আগামী ১২ সেপ্টেম্বর দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে।

সৌদি সুপ্রিম কোর্ট ও চাঁদ দেখা কমিটির বরাত দিয়ে শুক্রবার আরব নিউজ এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, ‘ আজ রাতে (বৃহস্পতিবার) নতুন চাঁদ দেখা যায়নি। এর মানে হচ্ছে ঈদুল আজহার প্রথম দিন হবে ১২ সেপ্টেম্বর।’ সেই হিসেবে জিলহজ মাসের ৯ তারিখ বা আরাফা দিবস হবে ১১ সেপ্টেম্বর ।

সাধারণত সৌদি আরবে ঈদ উদযাপনের পরের দিন বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। তবে পুরো বিষয়টিই চাঁদ দেখার ওপর নির্ভরশীল।

বাংলাদেশে শুক্রবার পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও জিলহজ্‌ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা বিষয়ক বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় চাঁদ দেখা কমিটি। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা হবে। বুধবার ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছিল।