সৌদির আকাশে ভূপাতিত বিস্ফোরক ভর্তি ড্রোন

বৃহস্পতিবার রাতে হাউথিরা ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি একটি বিস্ফোরক ভর্তি ড্রোন সৌদি আরবের আকাশ সীমা অতিক্রম করলে সেটিকেও পুরোপুরি ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

শুক্রবার (২১ আগস্ট) এ খবর প্রকাশ করে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।

২০১৪ সালে ইয়েমেনের সরকার বিরোধী আন্দেলন শুরু হলে সশস্ত্র সংগ্রাম শুরু করে ইরান সমর্থিত হাউথি বিদ্রোহীরা। সে সময় স্বৈরশাসন, সরকারের দুর্নীতি ও সৌদি আরবের প্রতি নতজানু পররাষ্ট্রনীতির বিরুদ্ধে আন্দোলন শুরু করে দেশটির জনগণ। তখন দেশটির রাজধানী সানা ও উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণ নেয় হাউথিরা। তার পর মনসুর আল হাদি সরকারের সমর্থনে দেশটিতে সামরিক অভিযান শুরু করে সৌদি আরব।

অন্যদিকে সৌদি জোটের হামলায় প্রতিবছর কয়েক হাজার মানুষ প্রাণ হারাচ্ছে ইয়েমেনে। ৬ বছরেরও বেশি সময় ধরে চলা এই সংঘাতের কোনো রাজনৈতিক সমাধান করতে ব্যর্থ হয়েছে জাতিসংঘ। গত সপ্তাহে সানায় সৌদি জোটের হামলায় অন্তত ১ হাজার হাউথি যোদ্ধা নিহত হয়। পাল্টা হামলায় সৌদি জোটের অর্ধশতাধিক সেনা নিহত হয় বলে জানিয়েছে ইয়েমেনের জাতিয় দৈনিকগুলো।