সৌদিতে ড্রোন হামলার ঘটনায় নিন্দা বাংলাদেশের

সৌদি আরবে হাউথি বিদ্রোহীদের ড্রোন হামলা। নিন্দা জানালেন বাংলাদেশ সরকার। সব হামলার মুখেও সৌদি সরকারের সঙ্গে নিজেদের একাত্মতার কথা জানিয়েছে বাংলাদেশ। রোববার (৭ মার্চ) দুপুরে এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা তৌহিদুল ইসলাম এমন তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, ১০ ফেব্রুয়ারি হাউথি বিদ্রোহীরা সৌদি আরবের রাজধানী এবং দেশটির দক্ষিণ-পূর্ব অঞ্চলের একটি শহরকে লক্ষ্য করে ড্রোন হামলা চালায়। এ হামলায় পার্কিং করা অবস্থায় একটি বাণিজ্যক বিমান ক্ষতিগ্রস্ত হয়। ১৭ ফেব্রুয়ারি এ রকম আরেকটি হামলা চালানো হলেও যৌথ কোয়ালিশন ফোর্সেস সেটি প্রতিহত করে।

হাউথির বিদ্রোহীদের এই ধরনের কাজ এই অঞ্চলে শান্তি ও সুরক্ষাকে প্রশ্নবিদ্ধ করবে। কাজেই অবিলম্বে এসব হামলা বন্ধে আহ্বান জানিয়েছে বাংলাদেশ। বলা হয়, এই ধরনের আগ্রাসনের মুখে সৌদি আরবের ভ্রাতৃত্বের সঙ্গে বাংলাদেশ একাত্ম।

সৌদি আরবের সুরক্ষা ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি যে কোনো হুমকির বিরুদ্ধে এবং স্থায়ী শান্তি আনতে দেশটির কর্মকাণ্ডের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন রয়েছে।