সোনাগাজীর অাশিক চট্টগ্রামে অপহরন, ঢাকায় উদ্ধার

সৈয়দ মনির অাহমদ : সোনাগাজী।

চট্রগ্রাম ইন্টারন্যাশনাল ইসলামীক বিশ্ববিদ্যালয়ের বিবিএ তৃতীয় বর্ষের ছাত্র অাবদুল ওয়াদুদ অাশিক (২২) কে চট্রগ্রামের মাদাম বিবির হাট পেট্রোল পাম্পের সামনে থেকে বুধবার সকাল ১০ টায় অপহরন করেছে দুর্বৃত্তরা।
সে সোনাগাজীর  উত্তর চর ছান্দিয়া গ্রামের মৌলভী আহম্মদ করিমের বাড়ীর আবদুল্যাহ মিয়ার ছেলে।
পরিবার সুত্রে জানা যায়, বুধবার পরীক্ষা দিতে গিয়ে দুর্বৃত্তদের হাতে অপহরন হয় অাশিক। তার ব্যাবহৃত মোবাইল নাম্বারটি বন্ধ ছিল। অনেক খোজাখুজির পরও তাকে পাওয়া যায়নি। অপহরনের ঘটনায় চট্রগ্রামের কুমিরা পুলিশ ফাড়িতে একটি জিডি করা হয়।  বৃহষ্পতিবার ভোর ৫টায় ঢাকা উত্তরার ১১ নং সেক্টর বায়তুন নুর মসজিদের মোয়াজ্জেম মসজিদে প্রবেশের সময় মসজিদের সামনে অাশিককে অচেতন অবস্থায় দেখতে পেয়ে তার পকেটে থাকা মোবাইল থেকে পরিবার কে অবহিত করেন।   সে বর্তমানে ঢাকার একটি প্রাইভেট মেডিকেলে চিকিৎসাধিন রয়েছেন।  অাশিকের খালাতো ভাই অাতিক জানান,  অপহরনের বিষয়ে অাশিক কিছুই বলতে পারছেনা।