সোনাগাজীতে ২৩ টি পুজা মন্ডপের প্রস্তুতি সম্পন্ন

সৈয়দ মনির অাহমদ, সোনাগাজী।
হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে সোনাগাজীতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি পূজা মন্ডপের নিরাপত্তা জোরদারে পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার ২৩টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।প্রতিটি মন্ডপে নিরাপত্তার দায়িত্বে পুলিশের পাশাপাশি আনসার বাহিনী মোতায়েন থাকবে।আইনশৃংখলা রক্ষা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, মেডিকেল টিম সহ ব্যাপক প্রস্তুতি নিয়েছে।
উপজেলার পূজা মন্ডপগুলো হচ্ছে-রাধেশ্যাম করের বাড়ী সার্বজনীন দুর্গা পূজা মন্ডপ (বিঞ্চপুর),কুঠির কালী বাড়ি সার্বজনীন দুর্গা পূজা মন্ডপ, বাদুড়িয়া মজুমদার বাড়ি সার্বজনীন দুর্গা পূজা মন্ডপ(বকুল তলা), আউরারখিল কালিবাড়ি আশ্রম সার্বজনীন শ্রী শ্রী কালি মন্দির, আনন্দিপুর কালীবাড়ি সার্বজনীন দুর্গা পূজা মন্ডপ, রাজাপুর দেওয়ানজী বাড়ি সার্বজনীন দুর্গা পূজা মন্ডপ, আকিলিপুর রক্ষাকালী বাড়ি সেবাশ্রম সার্বজনীন দুর্গা পূজা মন্ডপ (গুন দেওয়ানজী বাড়ি), আকিলপুর সার্বিজনীন শ্রী শ্রী রক্ষাকালী বাড়ি দুর্গা পূজা মন্ডপ, শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির সার্বজনীন দুর্গা পূজা মন্ডপ(সাতবাড়িয়া), স্বর্গীয় নগেন্দ্র দাসের বাড়ী সার্বজনীন দুর্গা পূজা মন্ডপ(মতিগঞ্জ), সেনেরখিল রক্ষাকালী বাড়ি সার্বজনীন দুর্গা পূজা মন্ডপ, শ্রী শ্রী জয়কালী মন্দির সার্বজনীন দুর্গা পূজা মন্ডপ(কেরামতিয়া), স্বল্পমান্দারী রামকৃষ্ণ সেবাশ্রম সার্বজনীন দুর্গা পূজা মন্ডপ, দক্ষিন পূর্ব চরসাহাভিকারী শ্রী শ্রী জগিন্নাথ মন্দির সার্বজনীন দুর্গা পূজা মন্ডপ(ভূবন দাসের বাড়ি), মহেশ্চর সার্বজনীন দুর্গা পূজা মন্ডপ, বাবু মনমোহন দাসের বাড়ি সার্বজনীন দুর্গা পূজা মন্ডপ(ভূঞ্চার বাজার), দক্ষিন পূর্ব চরচান্দিয়া শ্রী শ্রী জগন্নাথ মন্দির সেবাশ্রম সার্বজনীন দুর্গা পূজা মন্ডপ, ক্ষেত্রপাল কালীবাড়ি সার্বজনীন দুর্গা পূজা মন্ডপ(দক্ষিন পূর্ব চরচান্দিয়া), মহাসেব বৈঞ্চব বাড়ি তপোবন আশ্রম সার্বজনীন দুর্গা পূজা মন্ডপ(পূর্ব চরচান্দিয়া), বাশি মাঝী বাড়ী সার্বজনীন দুর্গা পূজা মন্ডপ,শ্রী শ্রী রাধাকৃশ্ন মন্দির সার্বজনীন দুর্গা পূজা মন্ডপ(সোনাগাজী পৌরসভা), চরসোনাপুর বিঞ্চু ও দুর্গা মন্দির সার্বজনীন দুর্গা পূজা মন্ডপ, মাতৃমন্দির সার্বজনীন দুর্গা পূজা মন্ডপ(সুলতানপুর)।
ওলামাবাজরের  ফার্মাসিষ্ট ও সিএইপসিপি পলাশ দাস বলেন, ধর্ম যার যার উৎসব সবার, উৎসব পালনে সকলের সহযোগীতা কাম্য।
সোনাগাজী উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক শ্রী সমর দাস বলেন, আমরা আশা করছি উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি, এলাকার গন্যমান্য ব্যাক্তি সহ সবার সহযোগিতায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালন করতে পারব।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হুমায়ুন কবির জানান, পূজা উপলক্ষে প্রতিটি মন্ডপে নিরাপত্তার দায়িত্বে পুলিশের পাশাপাশি আনসার  মোতায়েন থাকবে। এছাড়া প্রতিটি পূজা মন্ডপের নিরাপত্তায় ভ্রাম্যমাণ মোবাইল টিম কাজ করবে।
সোনাগাজী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার বিদর্শী সম্বৌধী চাকমা জানান, দুর্গাপূজার নিরাপত্তার জন্য প্রশাসনের পক্ষ থেকে পুজা মন্ডপে সার্বক্ষণিক মোবাইল টিম কাজ করবে। কয়েকটি মতবিনিময় সভার মাধ্যমে  শৃঙ্খলা বজায় রাখতে নির্দেশনা দেয়া হয়েছে। ইতিমধ্যে কয়েকটি পুজা মন্ডপ পরিদর্শন করেছি।