সোনাগাজীতে দুর্ধর্ষ শিবির ক্যাডার গ্রেফতার

সৈয়দ মনির অাহমদ, সোনাগাজী।
সোনাগাজীর চর মজলিশপুর ইউনিয়ন ছাত্র শিবিরের সাবেক সভাপতি,  কথিত যুবলীগ নেতা কামরুল ইসলাম প্রকাশ  শাটার কামরুল (৩৬) কে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দুপুরে মডেল থানার এস.আই আবুল খায়েরের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে ইউনিয়নের ফাজিলের ঘাট এলাকা থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার খায়ের, স্বেচ্চাসেবকলীগ সাধারন সম্পাদক সোহাগ খায়ের, ওয়ার্ড সদস্য নিপার ছেলে রুবেল কে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় দায়ের করা মামলাসহ সন্ত্রাসের বহু অভিযোগ রয়েছে।
সে মজলিশপুর ইউনিয়ন  বিএনপির সাধারন সম্পাদক নুরুল আফছারের ছেলে বলে জানিয়েছেন যুবলীগ সভাপতি আনোয়ার খায়ের। তিনি আরও জানান ,কামরুলের চাচা গোলাম মাওলা ইউনিয়ন জামাতের সাবেক আমির। ৫ জানুয়ারী নির্বাচনের পরে কৌশলে যুবলীগ সম্পাদক ফারুকের সাথে সম্পর্ক গড়ে তুলে। সেই সুবাদে যুবলীগ নেতা হিসেবে পরিচিত পাই।
এলাকাবাসী জানায়, কামরুল ৯৬ সালে শিবির সভাপতি থাকা কালিন শার্টার গান সহ গ্রেফতার হওয়ার পর এলাকায় শার্টার কামরুল নামে পরিচিতি পায়। গত ইউপি নির্বাচন কে কেন্দ্র করে সন্ত্রাসী কর্মকান্ডের কারনে শার্টার কামরুলের নাম বার বার মিডিয়ার শিরোনাম হয়ে উঠে। সর্বশেষ ১৯ সেপ্টেম্বর সে প্রকাশ্যে যুবলীগ সভাপতি আনোয়ার খায়ের কে গুলি করে। গুলিবিদ্ধ খায়ের ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সোনাগাজী উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল হক হিরন জানিয়েছেন ওই ইউনিয়নে কামরুল নামের কেউ যুবলীগ রাজনীতির সাথে জড়িত কিনা তাহা আমার জানা নেই।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, ধৃত কামরুলের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, নাশকতা, বিষ্ফোরন সহ ডজনখানেক মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে।