সৈয়দপুরে ২ মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

নীলফামারীর সৈয়দপুরে নেশা জাতীয় ট্যাবলেট টাফেনডল বিক্রির দায়ে দুইজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) এ দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার নাসিম আহমেদ।

তিনি ওই দুইজনকে পৃথক মেয়াদে কারাদণ্ডাদেশ দেন। কারাদণ্ড প্রাপ্তরা হলেন, শহরের জুম্মাপাড়ার সামসুল ইসলামের ছেলে নজরুল ইসলাম। তাকে ১ বছরের সাজা দেয়া হয়। অপরজন শহরের ফ্রেন্ডস মেডিকেল স্টোরের মালিক মাহমুদুল ইসলাম। তার বাড়ি পার্শ্ববর্তী দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার সোনাপুকুর গ্রামে। তাকে ৩ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান ওই অভিযান পরিচালনা করেন।